সংগীত – দয়াময় প্রেম দাও আমারে

লাবিব মাহফুজ

দয়াময় প্রেম দাও আমারে।

আমারে বানাইয়া প্রেমিক তোমার
সকল হারা করো ধরার,
যেনো সদায় থাকি ঐ চরণে
দিনরজনী পরে।

দাও আমার চরণাশ্রয়
নয়ন মাঝে ও রূপ সদায়
সকল ফেলে জ্বালবো আমি
তোমার রূপের প্রদীপ আঁখীনিড়ে।

আল্লাহ হরির ভজন পূজন
করবো না আমি অনুক্ষণ,
দয়াল হিমেল শাহ মোর পতিত পাবন
লাবিবের প্রভু এ সংসারে।

রচনাকাল – 02/07/2020

আপন খবর