সংগীত – আমার চোখ জুড়ে যার মেঘ ভাসে

লাবিব মাহফুজ

আমার চোখ জুড়ে যার মেঘ ভাসে
আমার প্রাণ জুড়ে যার প্রাণ হাসে
আমি নিরুদ্দেশে তার তরে গো
ফিরে ফিরে যাই –
আমি যারে ভালোবাসি তার গান গাই।

আমি আকাশের নীল সিমানায় খুঁজি গো তারে
আমি মেঘের পাল্কীতে ছুটি তাহার পিছে, সুদৃর তেপান্তরে।
পাখীর কূজনে প্রিয়া, আমার সুর সাধিয়া
গোধূলী বাসরে তারে ডেকে ডেকে যাই।

আমার প্রাণের গভীরে যারে রেখেছি এঁকে
আমি দেখি সদা তার রূপের মাধুরী, আমার বিশ্বলোকে।
আমার পরানও মাঝে, তাহার চরণও বাজে
সেই আঁখীর সলিলে যেনো নিজেরে হারাই।

রচনাকাল – 14/09/2019

আপন খবর