অনুকাব্য – অনাদী সে কোরান খানি

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
গ্রন্থ আদী শাস্ত্র যত
চির সত্যের ইশারা,
সত্য সেতো মানব মাঝে
মানব সত্যের মহড়া।

2.
শাস্ত্র বিধান হয়কি সত্য
মানব মহত্ত্বের উপরে,
মানুষ তত্ত্ব সবার উচ্চে
আসমানে আর ভূধরে।

3.
বাণীরূপে যবে তব স্নেহধারা
ঝড়িল যখন শিরেতে আমার,
সে সুধা লয়ে মোর দিবস রাতে
ভাসিল আলোক তরী পেরিয়ে আধার।

4.
অশ্লীলতায় জড়াও কেনো
ভুলে প্রাণের মহৎ গান,
আদী অন্তের মহন্ত তুমি
তোমাতে প্রেম বহমান।

5.
আমি নিশির সকল প্রহর গনিয়া
তোমার তরে সাজাইলাম,
আসিবে বলে মোর বাসর শয়ানে
প্রেমাগ্নি ধূপশিখা জ্বালিলাম।

6.
বাণীর সুরায় মত্ত ভূবন
মত্ত প্রাণের বিজন গাহন,
সে সুর সুধায় দিল ডুবিয়ে
গেয়ে যাও সেই সুরের গান।

7.
প্রকাশ যথায় তথায় গোপন
রয়েছে সব সন্তর্পনে,
প্রকাশ আঁখির দৃষ্টিপাতে
গোপন রয় অন্তর্কোণে।

8.
অনাদী সে কোরান খানি
রহস্যলোক জুড়ে রয়,
খুললে সেই রহস্য দুয়ার
মানব বীণায় প্রকাশ হয়।

9.
প্রাণের বাঁধন মনের বেদন
সকল কারণ যেথায় নাশ,
আ্যধাত্মিক সে স্বধর্ম সাজ
মানব চিত্তে হয় উদ্ভাস।

10.
ব্যক্ত গুপ্ত ধরার বিধান
প্রকাশ গোপন এখানেই,
যেথায় খোদার নিত্য ভূবন
সেথায় দ্বিতের গন্ধ নেই।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর