আপন ফাউন্ডেশন

সংগীত – মঙ্গলও দীপ জ্বালো নয়নে আমার

Date:

Share post:

লাবিব মাহফুজ

মঙ্গলও দীপ জ্বালো নয়নে আমার
হে প্রভু অবিরাম কৃপাতে তোমার।
যেনো অন্ধকারে কভূ না হারাই দিশা
যেনো তোমারে সদাই খুঁজে পাই সহসা –
যেনো শ্রীচরণ সদা রয় শিরেতে আমার
হে প্রভু দাসেরে রেখ চরণে তোমার।

তোমার প্রকট জ্যোতির প্রভু রূপও রাশি
যেনো নেয়গো সদায় হৃদয় গগনও ভাসি।
হে করুণাশশী হে দয়ার সাগর
আমারে দয়াদানে রেখ অনিবার।

হৃদয় কনক দেউলে আমার, তোমার করুণা দীপ
জ্বালায়েছি হে মঙ্গলময়, আমার মানস প্রদীপ।
সে আলোয় সদা আমি হেরিব সুন্দর
হে সদানিত্য রূপধারী রূপ মধুকর।

রচনাকাল – 04/09/2019

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles