আপন খবর ১ম সংখ্যা (ত্রৈমাসিক) তে মহান আউলিয়া গণের কিছু বাণী প্রকাশ করা হয়। যা একত্রে আপন খবর বিডি . কম এ সংকলিত হলো।
- এই দেলকাবা ব্যাতিত খোদাকে আর কোথাও দেখিতে পারিবে না। যিনি এই দেলকাবায় হজ্জ করিয়াছেন তাহার হজ্জ সর্ব তীর্থে আদায় হইবে।
– আহমদ কওসার আলী শাহ (র) (জিন্দাশাহ)
- চল্লিশ হরফে লেখা দেওয়ান আমার
হরফে হরফে ব্যাখ্যা তৌহিদ আল্লাহর। - আপন ঘর খুজলে পরে যায় তারে চেনা
আপন অজুদ না চিনিয়া হইয়াছিস দিন কানা।
সাত পাচ বারোর ঘরে সাই আমার বিরাজ করে
কেমন করে চিনবি তারে
মর্শিদ ধরে করগে চিনার ঠিকানা।
– দেওয়ান খাজা শাহ আব্দুর রশিদ চিশতী নিজামী
- আল্লাহ যাহাকে যে অবস্থায় রাখেন
সেই অবস্থায় শুকরিয়া আদায় করুন।
শুকুর-সবুর-ধৈর্য্য
চোখ কান খোলা রাখুন – দেখবেন শুনবেন বলবেন না।
আপনা কাজ করুন
আল্লাহ বাজান বলেন, ভালো থাইকেন, আল্লাহ ভালো রাখবেন।
– হযরত লোকমান শাহ দরবেশ (র) (আল্লাবাজান)
- সাধক যদি হতে চাও, কম খাও, অল্প ঘুমাও।
সাধু সেজো না, সাধু হও।
– হযরত হারুন অর রশিদ শোভা মিয়া (র) (হারুন শাহ)
- সত্য কইতে মারা যায়
মিথ্যা কইতে মানা
এই পাপে গোমরাহ হয়ে আছে কত জনা।
দেখা আছে কইতে নাই, সেই কেমন জন
জবান থাকিতে নারে কইতে বারন।
– হযরত ইসমাইল ক্বারী (র)
- তুমি চাও যদি মানুষে
ভক্তিরসের বাদাম দিয়া যাওনা সরল দেশে।
হযরত ইয়ার উদ্দিন ওরফে ইয়ার আলম চিশতী (র)
- তোমার অঙ্গে অঙ্গরে তারই
আছেরে সাঁই নিরাকারে
গুরুকে চিহ্ন করে চিনো তারে।
– হযরত খাজা গওহার শাহ আল চিশতী নিজামী (র)
- অচেতন রইলে সতি, পালাইবে প্রাণপতি, অসতি করিবে এসে যমদূত হায়,
যার ঘর সেহি হরে, নিজে মাল চুরি করে, অনর্থক আজরাইলে দোষী প্রমানয় ।
– শাহ আব্দুর রহিম ওয়ায়েসী (র)
- প্রতি কর্মে থাকতে হবে সুন্দর রেসালাত
যার নিকট পরাজিত সকল মাখলুকাত।
মানুষের পদতলে যাহার বাসস্থান
সে একদিন লাভ করবে দেবতার সম্মান।
– হযরত শাহ পাগল হাসেম আলী আল ওয়ায়েসী (র)
মহান আউলিয়া গণ প্রদত্ত জীবন দেশনা বা বাণীসমূহের যথার্থ অনুসরনে আমাদের জীবনে আসতে পারে কাঙ্খিত মুক্তি। জয় হোক মানব ধর্মের।