লাবিব মাহফুজ
জ্বালিয়েছিল যে প্রদীপ
মরমে আমার
আলোর দীপ্ত শিখা,
জানিনা গো সে দীপ আজ
নিভিল কেনো
কেনো মুছিল নিয়তির লেখা।
কেনো ভেসে গেলো আজ
সকল কামনা মোর
পরাজয়ের বাণে,
আজিগো মানিলাম হার
হারিলাম ফের
হার মানা মোর প্রাণে।
জানি সকল চাওয়া মোর
না হবে পূরণ
এ নয় বিধির বাধকতা,
তবু হার মানা মোর
হারগুলো দিলেম
বিজয়ীর গলে তুলে, বিজয় বারতা।
রচনাকাল – 31/05/2018