লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
আ্যধাত্মিকতার প্রেম সাজেতে
সাজাও তোমার হিয়াখানি,
রাঙাও হৃদয় ঐশী রঙে
স্বর্গ সুধা আনো ধরায় টানি।
2.
ধর্মের নামেতে পোষাক শুধু
দাজ্জাল বেশধারী মুসলিম আজ,
শয়তান মরদুদ শিরায় শিরায়
ধর্মের নামে চলে পশুর সমাজ।
3.
বিজ্ঞানময় সত্য পথে
চালাও পথিক তব প্রেম রথ,
সে পথে তোমার প্রাণের মহিমা
পাইবে খুঁজিয়া ঐশী সুপথ।
4.
ধর্মের নামে যত অধার্মিক হায়
গাইছে সদর্পে মিথ্যার জয়গান,
সত্যবাণীর নিত্যলীলায় নাই কোনো অধিকার
মানব মূর্খ এরাই, আযাযিল শয়তান।
5.
ধর্মের দোহাই দিয়ে যারা
মানুষেরে করে ঘৃণা,
বিন্দুমাত্রও ধর্ম এ নয়
অধর্মেরই বীজ বোনা।
6.
কুফুরী নীতির আজ দেই পরিচয়
মানুষেরে যারা ঘৃণা করে,
ধার্মিক তো নয় তারা, মানুষও নয়
দাজ্জাল প্রকাশিছে মানব রূপ ধরে।
7.
নয়তো পাষাণ প্রভু আমার
শুধু মূর্খ, জড় নাম,
অভিনব সে সদা সর্বদা
নতুনে নতুনে বিলাইতেছে প্রেম।
8.
শান্তি যদি চাওগো পেতে
বানাও আপন নতূন ভূবন,
যেথা তোমার আপন স্বজন
আপন রূপেই বিরাজমান।
9.
সত্যের বুকে চাপিয়ে পাথর
মিথ্যার করে জয়গান,
ওহে মূর্খদল, আর কতকাল
নিত্যমুক্তির পানে হানিবে অশ্রুবান।
10.
সত্যেকে রেখে অন্ধ গহ্বরে
মিথ্যার বন্দনায় মুখরিত প্রাণ,
তোমার তরেই মৃত্যু মেলেছে ডানা
দোযখ অনলে তোমায় করতে আলিঙ্গন।
লেখক – লাবিব মাহফুজ চিশতী