পত্রিকা – তরিকতের বাণী সমূহ

1.
সেফাতে আলিমুনকে হৃদয়ে জাগ্রত করে যে তা কায়েম করে নিয়েছে তথা আল্লাহর এলেমের দরিয়ার ভেতর ডুব দিয়ে আছে, সেই হলো আলেম তথা জ্ঞানী।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী

2.
পথ আমি নই, পথের শেষের গন্তব্যটাই আমি। হে পথিক, ভিন্ন ভিন্ন পথে আমাকে খুঁজে ফিরো বলে, বিচিত্র রূপে আমাদে দেখতে পাও বলে আমি ভিন্ন কিংবা বিচিত্র নই। আমি অভিন্ন এক অখন্ড সত্ত্বা।
– হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী

3.
আমার অন্তর ভরে আছে প্রভুর প্রেম। সেখানে অন্য কারো ভালোবাসা বা ঘৃণা প্রকাশ করার জায়গা নেই।
– তাপসী রাবেয়া বসরী

4.
আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞানার্জন করো এবং জগতের প্রতি মমতাবান হও।
– বড়পীর আব্দুল কাদির জিলানী রহ.

5.
হিংসুকদের ভৎর্সনায় চিন্তিত হয়ো না। কষ্ট ও যন্ত্রনা দিয়েই আশেকের হৃদয় প্রতিপালিত হয়।
– খাজা মঈনুদ্দিন চিশতী রহ.

6.
আমি পূর্বে হয়তো তার প্রেমের বর্ণনা দিয়েছি। কিন্তু যখন তার প্রেমকে অনুভব করলাম, তখন বাকরুদ্ধ ছিলাম।
– মাওলানা জালালউদ্দিন রুমী রহ.

7.
দেখো সর্বত্রই তাঁর অপার সৌন্দর্য। আমি সর্বদা তাঁর নাম হৃদয়ে রাখি এবং আমি যা করি তাই ইবাদত হয়ে যায়।
– ভক্ত কবির

8.
হাজারো জ্ঞানের বই পড়েছো, কখনো কি নিজেকে নিজে পাঠ করেছো?
– বুল্লে শাহ

9.
শুধু আরবী ভাষা শিখলেই জ্ঞানী হওয়া যায় না, ধার্মিক হওয়া যায় না। গুরু মুর্শিদের নিকট বাইয়াত হয়ে, তাঁর খেদমত করে আল্লাহর অলি হতে হয়।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী

10.
যদি নিত্যধামে যেতে থাকে বাসনা, অনিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না।
– হযরত খাজা দেওয়ান শাহ রজ্জব আলী আল চিশতী নিজামী

আপন খবর