সংগীত – হাতের কাছে রেখে সে ধন

লাবিব মাহফুজ

হাতের কাছে রেখে সে ধন
খুঁজি কেন বিশ্ব ভরে,
আমাতে রয়েছে যে জ্ঞান
তুলনাহীন চরাচরে।

কত সাধু খুঁজে ভূবন
না পেয়ে কোথাও সে ধন,
খুঁজেছে আপনও আসন
যেথায় খোদা বাস করে।

কুলবুল মুমিনিনা আরশে আল্লাহ
দেখলে যাবে মনের ময়লা,
আশেকের হৃদয় ঘর উজালা
খোদার কুরছি অন্তরে।

অধম লাবিবের মন পাপে ঢাকা
তাই কুস্বভাবে চলে আঁকাবাঁকা
মন করো বাসর প্রেমও মাখা
দেখ দেল দরিয়ায় ঘুরে।

রচনাকাল – 14/11/2014

আপন খবর