সংগীত – আমি আজ আধারের গান গাই

লাবিব মাহফুজ

আমি আজ আধারের গান গাই
আধার ভূবনে মোর, উন্মাদ সুরাসুর
অতৃপ্ত বাসনায় চায় অসীমতার ঠাঁই
আমি আধারের গান গাই।

আমার বাসনা সকল অনঙ্গ ভুবনে
আধারে সঁপে নিজেরে বিজন কাননে,
বিহঙ্গ কুঞ্জরে, গাহিতেছে যে বীণা সুর
আধারের জয়গান, অনন্ত মধূর
সে সুর ধ্বনী আমি এ হৃদয়ে চাই –
আমি আধারের গান গাই।

মাভৈঃ রবে যবে জগৎ আমার
ঘোষিল আপনার অনন্ত হাহাকার,
সে ‍রুদ্র নিনাদ দেখিল আপনার
চারধারে অন্ধকার, অবিচ্ছেদ্য শূণ্যতার
অনাদীর, আধারের, যার সীমা নাই –
আমি আধারের গান গাই।

রচনাকাল – 23/10/2018

আপন খবর