লাবিব মাহফুজ
নদী তো বহতা নিতি যায় বয়ে যায়
জলরাশি সলিলে, বিলোলে হারায়!
প্রাণের তটিনী তীরে, দাঁড়ায়ে একা
অকূলে দেখিতে চাই, আপনার দেখা!
কেনো চঞ্চলও হিয়া মোর, কাঁদে হেরী চারিধার
মানিতেছি অনিবার, শুধু পরাজয়!
পূর্ণ হইতে এথা এসেছিল প্রাণ
সকলি হারায়ে করি, হারাহিয়ার ধ্যান!
নদীর মতো হতে চেয়েছি উদার
আজ ভাঙন নদীর কূলে বসত আমার!
বয়ে যায় নিশিদিন, জীবন স্রোতে প্রাণ
ক্ষয়ে যায় অনুক্ষণ, কালের খেয়ায়!
রচনাকাল – 13/12/2020