লাবিব মাহফুজ
নিঃশব্দে বসে আছি
মাঠের মাঝের বিশাল বট গাছের নিচে।
নিঃশব্দে ঐ দূর দিগন্তে চেয়ে আছি
সব যাতনা ভুলে।
সেদিকে, সোনালী ধানের রঙিন আশ
মাথা দুলিয়ে ডাকছিল আমায়,
শেষ মাঠের বাতরের দাড়ানো গাছটি
মিশে যাচ্ছি দূর নিলীমায়।
সেদিকে, মনে হচ্ছিল বিশাল মহা আকাশ
ডুবে গেছে ধূ ধূ পদ্মার বুকে,
সেদিকে আকাশের বুকে একখন্ড মেঘ
ঘুমিয়ে আছে নিঃশব্দ, মহাসুখে।
ভেন্না গাছের ঝোপের আড়ালে টুনটুনিটা
মাথা উঁচিয়ে ডাকছিল আমায়,
সে দিকে দুরন্ত রাখালে করুণ বাঁশির সুর
প্রকৃতিকে সব ভুলিয়ে, করছিল তন্ময়।
রচনাকাল – 28/08/2011