অনুকাব্য – বাঁধি আমি কোন মোহনায় ঘর

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
তবু যেনো মোরে না ফিরাইও আর
মিনতি রাঙা চরণে তোমার,
এমনি করে মোরে অনিবার
বাধিও বিরহ-মিলনে বাধিও –
যতনে বা যাতনায়; চরণেই রাখিও!

2.
পথের ধুলোতেই পড়ে থাকি
যদি কেউ কুড়িয়ে নিতো!
ঝড়া বকুলের মালা হয়েই আছি
যদি কেউ চরণে জড়াইতো!
হারানো এ প্রাণ পাইতো খুঁজে
অনন্ত তৃষার দিশা-
ফুরাইতো মোর না-ফুরানো দিন
কাটিতো ‘চির-চেয়ে-থাকা’ নিশা!

3.
কেউ না আসুক, না দেখুক ফিরে
আমার কবিতার শতদল-
আমি তবু লিখে যাই, জমে থাক মহাকালে
আমার নয়ন কোনার জল!

4.
যে মায়া রচেছি আমি, জগতে আমার
সে ফাঁসি আজ লয়ে গলে, কাঁদি অনিবার!
এ যে সুখের মতন করে, বাধে মোরে ব্যাথাডোরে – বারে বার!
ফিরে ফিরে আসি তাই, বুকেতে তোমার!

5.
বড় বিব্রত, বড় অযাচিত আমি
বড় অসহায় মোর প্রাণ –
ভালো কাটুক মোর স্বেচ্ছা-দন্ড
এ স্বেচ্ছা নির্বাসন!

6.
আসবো বার বার
চির-ভিখারী আমি – হাত পেতে নিই
ভালোবাসার অধিকার!
আসবো বার বার!

7.
বাঁধি আমি কোন মোহনায় ঘর!
কেনো জনম জনম আসি আমি, শত দুঃখ সুখে ভাসি –
এইতো আমার পরম তীর্থ, আমি আমার পর!
আমায় আমি খুঁজে ফিরি খুঁজি আমার ঘর।

8.
থাক না পাপ আর পূণ্য হিসাব, স্বর্গ নরক যাক বয়ে-
জড়িয়ে গলা! কপাল পরে, একটি চুমুর বিনিময়ে!

9.
তবু তারে রেখে দূরে – বাসিবো যে ভালো!
অকারণে, মনো-বনে, জ্বালিবো – বিরহ-দিপদিশি, আলো!
প্রিয়তম! হৃদে মম রহো-তবু-রহো নিশিদিন!
সূদুর তিয়াশা-ডোরে, বেধে মোরে রেখো অনুক্ষণ!
আমি তবু তারে ভালোবাসিবো!
যাতনা করে তারে, যতনে! বুকেতে বাধিবো!

10.
ফিরে আসুক কবিতাগুলো আমার
ছন্দগুলো! বুকের জমিনে!
আবার হোক প্রেমের চাষাবাদ –
নিদারুণ প্রতীক্ষার অবসানে!

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর