হযরত খাজা দেওয়ান শাহ রজ্জব আলী চিশতী
বসে ধ্যানে দীলের টানে, দূরের বস্তু সামনে কর
স্বচক্ষে দেখে শুনে, দীল হুজুরী নামাজ পড়।
কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে তোর
মন তোর হুজুরে হাজির থাকিলে, দেখবে নামাজ কি সুন্দর।
ভেদ বিষয় জেনে শুনে, যাকাত ছালাত আদায় কর
কায়েম অর্থ দাঁড়া করা, (নামাজ) কে আয়না রুপে সামনে ধর।
এই নামাজ মমিনের মেরাজ, বলছেন দীনের পয়গম্বর
আচ্ছালাতু মেরাজুল মুমেনীন বলে, হাদিসে দিলেন খবর।
আত্তাহিয়্যাতু পড়ে, আত্মাকে আহুতি কর
হবে আত্মার শান্তি, পাবি মুক্তি, পূর্ণ নামাজ হবে তোর।
রজ্জব কয় নামাজে বসে, আপনাকে বিলীন কর
হবে এই নামাজেই মিশামিশি, জন্ম মৃত্যু বারণ তোর।