সংগীত – খোদেতে বিরাজে খোদা

লাবিব মাহফুজ

খোদেতে বিরাজ খোদা
চিন তারে আত্মজ্ঞানে –
ব্রহ্মশক্তি স্বরূপ সনে
উদয় হয় মানব কাননে।

মানবাত্মায় নিহিত সে
সদা রয় প্রেমও ভাবে মিশে
সাধনে আসে প্রকাশ্যে, মানব রূপে বর্তমানে
তারে স্বরূপ মাঝে জাগায় যেজন
সেই জুড়ায় নয়ন রূপ দর্শনে।

অনাদীরও আদী সে হয়
মানুষ তত্ত্বে রয় সর্বময়
মানুষ চরণ করলে সহায়, আসবে প্রভু কাব কাওসাইনে
সে রূপ পানে নিরিখ বেধে
থাক সদায় রূপ ধিয়ানে।

রচনাকাল – 19/05/2020

আপন খবর