লাবিব মাহফুজ
হৃদয়ের বাসনা প্রভু, রাখ তোমার শ্রী চরণে,
ঐ চরণ শরণ সাধন নিধি, থাকে যেন হৃদাসনে।
মোহন রূপের শারাব পানে
বিধিল বান দুই নয়নে,
ভাসিল প্রাণ ভাব দরিয়ায়
অমৃত বারি সন্ধানে।
ঐ রূপ হেরি মন পিঞ্জরে
জাগে আলোক ধ্যান সাগরে,
রূপ মনোহর মুর্শিদ আমার
থাকো মিশে স্বরূপাসনে।
স্বরূপেতে তোমার লীলা
বিরহে দাও প্রেমের জ্বালা,
পেয়ে সে প্রেম উজান স্রোতে
যাই বহিয়া রূপের টানে।
রচনাকাল – 09/09/2018