আপন ফাউন্ডেশন

সংগীত – জাত সিফাতের সম্মিলনে

Date:

Share post:

লাবিব মাহফুজ

জাত সিফাতের সম্মিলনে, মানুষ হয় ধরায় প্রকাশ
কুল্লু জাতে, এই মানুষে, পরম প্রভূ হয় উদ্ভাস।

আসমায়ে কওনীর ভিতর, লা ইলাহা মুখফিতে তার
জাত উলুহিয়াত দরিয়ার মাঝার, ছিলে অনন্তে স্তব্ধ বেশ –
আপনারে করতে জাহির বস্তু গুণে রও নিবেশ।

জাত মতলেকের এরাদা হতে, হাইয়ুন সিফাত প্রকাশ তাতে
খোদায়ী সিফাত হইতে, ছয় সিফাতের হয় বিকাশ –
জাত বাহাত হইতে মাওলায়, সাত সিফাতে করেন বাস।

পয়গম্বরী তিনটি গুণে, আলিমুন, মুরিদুন, কাদিরুনে
সামিউন, বাছিরুন, কলিমুনে, বান্দার হয় বসবাস –
লা ছানি ওয়াহেদ আল্লার, সাত পাঁচে হয় রূপ বিশেষ।

লা-ছানি আহাদ মিমরূপ ধরে, আহমদ নাম ধারণ করে
মালামত করিয়া তারে, মুহাম্মদে হয় আবাস
লাবিবের এই বোরখার আড়ে, পরম প্রভুর হয় নিবাস।

রচনাকাল – 22/09/2019

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles