সংগীত – জনম জনমের এ পরিচয়

লাবিব মাহফুজ

জনম জনমের এ পরিচয়
কোনোদিন হবে কি শেষ?
তোমার মাঝেই আমার সকল প্রেম
তুমি আমার প্রাণের বাংলাদেশ।

গ্রীষ্মে আমের মুকুলে
আমি বিধাতার হাতের ঘ্রাণ পাই
দেখি মুকুলের হাসি মেঘের আঁচলে।
কান্তাবতীর সোনা পরশে
জাগে হৃদয়ে তোমারী মধুরও আবেশ।

ঝি ঝি পোকার বিরহ গানেরও সুর
আমার হৃদয়ে জাগাও যে দোলা
আমি কোকিলের সাথে গাই স্তব তোমার
জেনো কচি পাতার মতোই
শুভ্র আমার এ প্রাণের উচ্ছাস।

রচনাকাল – 14/08/2012

আপন খবর