সংগীত – প্রেমের বাঁধনে মোরে

লাবিব মাহফুজ

প্রেমেরও বাঁধনে মোরে বাধিলে গো প্রেমময়
অনন্ত মায়ারও ধামে, প্রেমরূপে হয়ে উদয়।

তব প্রেমের মিলন ডোরে, বাধিয়া লইয়াছো মোরে
অভাজনে কৃপা করে হইলে সহায়,
বইবো আমি জন্মে জন্মে ও চরণের দায়।

আমি বলে ছিল যেজন জগতেরও মাঝারে
হারাইয়া তারে আমি পাইয়াছি গো তোমারে।
অপরূপও ঐ রূপ হেরী, ও রূপ পানে বাইছি তরী
অক্ষমেরে লও উদ্ধারী, অসীমও কৃপায়।

রচনাকাল – 13/11/2018

আপন খবর