লাবিব মাহফুজ
প্রেমেরও বাঁধনে মোরে বাধিলে গো প্রেমময়
অনন্ত মায়ারও ধামে, প্রেমরূপে হয়ে উদয়।
তব প্রেমের মিলন ডোরে, বাধিয়া লইয়াছো মোরে
অভাজনে কৃপা করে হইলে সহায়,
বইবো আমি জন্মে জন্মে ও চরণের দায়।
আমি বলে ছিল যেজন জগতেরও মাঝারে
হারাইয়া তারে আমি পাইয়াছি গো তোমারে।
অপরূপও ঐ রূপ হেরী, ও রূপ পানে বাইছি তরী
অক্ষমেরে লও উদ্ধারী, অসীমও কৃপায়।
রচনাকাল – 13/11/2018