লাবিব মাহফুজ
এ নদী জলে প্রভু কুলু কুলু তানে
শুনি আমি মহিমা তোমার।
কুঞ্জে ডাকে পাখি পুঞ্জে
সমীরণ দোলে গুঞ্জে
মেহেরবাণী শুধুই খোদার।
খোদা, তোমার বাতাস বহে
তোমার দয়ায় সাগর বহে,
শুধু তোমার দয়ায় বিশ্ব সংসার
চলে অনন্ত প্রবাহে।
প্রভুগো –
তুমি জগতের স্বামী
দয়ার সাগর অন্তর্যামী
রহমতেরই আগার তুমি
কবুল করো আমার এ প্রার্থনা –
চাইযে আমি তোমার কাছে শুধুই পানাহ
মাফ করে দাও দয়ার সাগর
পাপগুলো আমার।
রচনাকাল – 02/02/2010