লেখক – লাবিব মাহফুজ চিশতী
জ্ঞান যেখানে নিরপেক্ষ তথা জ্ঞানের মান যেখানে শূণ্য, সেখান থেকেই তো শুরু হয় অনন্ত মহাপ্রেমের জগতে নিরন্তর পথচলা।
আসলেই যদি বুঝতে পারতাম, কি বুঝিনি আমি! তবেই খুঁজতাম, জানতাম তাকে, তবেই পেতাম অধরা সে মহিমাকে।
আকুল এ আকাঙ্খা প্রাপ্তির নয়, ত্যাগের।
এ ত্যাগ আমাদের বোঝা-না বোঝা, হারানো-পাওয়া, আসা-যাওয়ার চিরন্তন সংঘর্ষে আপন অস্তিত্ব কেই বৃহৎ সুন্দরে বিলানো।
সে সুন্দর থেকেই বিচ্ছুরিত হয় এমন এক অনন্ত আলোকশিখা যা আমায় দেখিয়ে দেয় আসলে বোঝার কিছু নেই, না বোঝার কিছু নেই। হারানোর কিছু নেই, পাওয়ার কিছু নেই।
সাধক হৃদয়ে এ অনন্ত নাস্তির মাঝেই তথা না বোঝার চরম উপলব্ধির মাঝেই প্রস্ফটিত হয় ঐশী প্রেমরূপ।
আজকের অনুভূতি পরম প্রাপ্তির।
আজ প্রকাশিত মহিমাময়ের মহাশক্তি।
না বোঝা তার দরজা,
এ মহান উপলব্ধিই সে দরজায় পৌঁছানোর পথ!
রচনাকাল – 18/09/2018
লেখক – লাবিব মাহফুজ চিশতী