কবিতা – পাপ আশ্রয়

লাবিব মাহফুজ

নয়ন মেলিয়া দেখি যতই বিস্তৃত রূপাধার
অনাহত পূজা পুষ্প সম সবই প্রতীক নির্মলতার।

শতধারা শত স্রোতে সে রূপ ছুটিছে বিশ্বময়
নয়নও সম্মুখে নিত্য তথা, রূপ মঞ্জরী অনিবার।

ললিতা হতে উৎসারিত, বহে করুণাধারা
সবই শ্রীধারী, চির নিত্যরূপ, আজন্ম পরিপার।

ছুটিল বাণ যে তান হতে, সে তো চির সত্য
সত্য মাঝে কুৎসিত কোথাও নাহি অনুধার।

জগৎ মাঝে অগ্র পশ্চাতে সবই সত্য লীলা
আরাধনা বাণী স্বচ্ছ ঢল সম পড়িবে সুন্দর পর।

সুন্দর দ্বারা মিটাইতে তৃষা জগৎ করিলা খাড়া
ভেজিলে এক স্বাধীন সত্ত্বা, যার দৃষ্টি সংশয় পরাচর।

সত্যেরে যে লইলো বনে হাজারো মিথ্যা কালী
সংশয়ে ডুবে উল্টালো বিধি, আনিলো ডেকে মিথ্যা দুরাচার।

জগৎ মাঝারে পাতাল ভূধরে, নেই কোথা মিথ্যা কুৎসাধার
পাপ যদি থাকে কোথাও, সে স্থান মানুষের অন্তর।

রচনাকাল – 22/07/2014

আপন খবর