সংগীত – বিনয় করি দয়াল তোরে

লাবিব মাহফুজ

বিনয় করি দয়াল তোরে
এ দেহ মন প্রাণ,
রাখিস তোর চরণের পরে
আমায় সর্বক্ষণ।

দয়াল তুই মোর ভবতরী
তুই ছাড়া নাই কোনো পাড়ি,
তুই মা বাপ তুই সবি আমার
দে রে শ্রী চরণ।

নাদান মূর্খ বোকা যারা
গুরু চরণ ধরে না তারা –
গুরু ধরা যে ভাবের মরা
মরার আগে যে যায়রে মারা
তারে দিবে কেমনে সাজা
আযরাইলে নিবে কোন জান?

ইদ্রিস নামের নবী ছিল
মরার আগে মরে দেখলো
বিনা কষ্টে জান্নাত পেল
দুই বার মরণ না হইলো
অধম লাবিব মরবে এবার
ধরে দয়ালের চরণ।

রচনাকাল – 21/12/2010

আপন খবর