লাবিব মাহফুজ
বাতেনেতে ছিল আমার পরোয়ার
তথা হইতে জাহের পানে, দ্বি শক্তিতে হয় প্রচার।
মহাকালে শুণ্য মূলে শূণ্য ছিল অনন্তময়
সৃষ্টির আকিঞ্চনে আচম্বিতে ঝংকারে নূর হয় উদয়।
সে নূর হইতে আহাদ গঠন, উলুহিয়াত নূর নূরীতন
তথায়ী আদি বিন্দু হয় প্রকাশন, সৃষ্টি পানে গতি তার।
সে নূর একা ছিল একেশ্বরে আধারেতে স্তব্ধময়
এশকের টানে এরাদাতে অঙ্গ হতে নূর ঝড়ায়।
আহম্মদ হইল সৃজন, দুইয়ে করে লীলা এখন
দ্বি শক্তিতে নূর প্রকাশন, মুহাম্মদ হইল জহুর।
নির্বাক মহাকালে এবার সবাক কুরান নিত্য রয়
আহাদ আহাম্মদের লীলায় নূর মুহাম্মদ জগতময়।
মন্থন করে এ আদমতন, তিন দরিয়ার কর সন্ধান
লাবিব বলে নিত্য ভূবন, আপনাতেই দীপ্তকার।
রচনাকাল – 09/11/2020