লাবিব মাহফুজ
খুলেছে আজ দক্ষিণা দুয়ার
ছিল যেথা লু হাওয়া সাইমুম ঝড়
হতাশার নরকাগ্নি, অসহায় মৃত্যুর প্রহর!
ছাপিয়েছে কূল
নব দিগন্তে আশা ভালোবাসার সরোবরে
সুগন্ধময়, হাসিতেছে উৎপল!
জাগিতেছে আজ শত সরোবরে
নিত্য নন্দন শতদল।
বীণা সুরে আজ ভাসিতেছে বাণী
ভোরের পাখি জাগো,
জাগো আজি জাগো, আপনার প্রাণে
আপনি আজিকে জাগো!
চির শিশু, অশান্ত হিয়া উন্মাদ কোলাহলে
শান্তির বাণী ব্যাপ্ত হোক চরাচরে, ব্রহান্ডলে!
তোমার ছোঁয়ায় খুলে যাক যত বদ্ধ ব্যাথিত প্রাণ
জগৎ মাঝারে উচ্চ রবে গাহো, সত্যের জয়গান।
রচনাকাল – 17/05/2016