কবিতা – প্রতীক্ষা

লাবিব মাহফুজ

কেউ আসুক
বুকের মরুভূমিটা চিনে নিক!
সিন্ধ শাতিলের পাশেই
তপ্ত রুক্ষ সাহারার নির্মম হাতছানি
দেখে নিক!

সবাই তো জানে সলিলের নীল সৌন্দর্যকে
নীল বাসরের অভিসারে সৌম্যতায় প্রবাহিত
উদয়াস্তের কাব্যিকতাকে!
কেউ একজন জেনে নিক –
তারই নেপথ্যে শত বারমুডার
অভেদ্য নির্মম অন্ধকারকে!

নায়াগ্রায় রুদ্র সৌন্দর্যের রহস্যরাশি
ধারাতলের প্রস্তরশিলাই জানে।
তবু আমি চাই –
কেউ একজন জেনে নিক!

পথের তৃপ্তিতে, পথচলার ছন্দে
নির্মম পায়ে পেষা পত্র পল্লবদল –
কেউ না জানুক, না দেখুক ফিরে
একেবারে হারিয়ে যাওয়ার আগেই
কেউ একজন হাতটা ধরুক –
একটু জেনে নিক – আমাকে!

কেউ আসুক তপ্ত চৈত্রের বনবীথিকাতলে
দক্ষিণা সমীরে মর্মম ভেদী, হৃদি কৈলাসে –
আনুক একছত্র কবিতা!
কম্পিত ওষ্ঠের পানপাত্রে!

কেউ বুঝুক আমায়
কতটা বজ্রানল বুকে লুকিয়ে
ক্ষয়ে যাই হৃদয়ে হৃদয়ে প্রবল বর্ষণ হয়ে!

কত জমাট রক্তরঙে
তুলির আচড় তুলি কল্পনায়
কভু ভালোবাসায়, কভু হতাশায়!

কেউ আসুক! না হয় একটু করুণায়,
একবার বলুক ভালোবাসি!
আামি বরফের মতো গলে যেতাম
তার চরণের ধারে, মহাকালের অভিসারে!
কেউ আসুক – একটু জেনে নিক!
একটু বুঝুক! আমারে!

রচনাকাল – 11/10/2020

আপন খবর