লাবিব মাহফুজ
চিরদিন কোন সে আমি
বসে বাসরে
ডাকলাম ওগো স্বামী
কোথায় তুমি, অন্তর্যামী।
কোন আমি কাদায় গড়া
কোন আমি আলোক ধারা
কোন আমার নিয়তি মরা
না বুঝিয়া হই আসামি।
ছিলাম কোথায় আমি যাব কোথায়
সাড়ে তিন হাত দেহ কে হয়
দেহের সাথে মোর কি পরিচয়
না বুঝে লাবিব জ্ঞান প্রনামী।
রচনাকাল – 21/06/2014