লাবিব মাহফুজ
তব নয়নের তারা হৃদয়ে আমার
জ্বলিবে প্রিয় জ্বলিবে গো!
চকিত মোর চকোরও প্রাণে
তৃষিত নয়ন, মোর বেণু বনে
তব চরণও ধ্বনি, দিন-রজনী
বাজিবে প্রিয়, বাজিবে গো!
তব নূপুরও ছন্দে, এ প্রাণ আনন্দে
রাঙিবে প্রিয়, রাঙিবে গো।
উদিত প্রভাত পরাণে আমার
স্বরণে তব রচি অনিবার,
নবরবি কিরণ জীবনে আনে
জীবন স্বপন সাধনে গো!
আমি দীলের কুঠরী মাঝে বাধিব তোমায়
বাধিব তোমায় হৃদয়ে গো!
যবে পরশিলে মোর এ প্রাণ খানি
তোমার বীণার সুরে
সুর-পরশে এ প্রাণ সাজিল সুন্দর
কালের কুঞ্জ পরে।
হৃদিগ্রন্থি মোর খুলিলাম প্রিয় আজ
খুলিলাম শ্রীচরণ পরে গো!
সঁপিলাম নিজেরে চরণে তব
চরণ ও শরণ সার করি গো!
রচনাকাল – 14/02/2016