সংগীত – ওগো অভিমানী তব সুরে সুরে

লাবিব মাহফুজ

ওগো অভিমানী তব সুরে সুরে
গাইছি অকাতরে, তোমারী যে গান,
তোমারই যে প্রাণ, লয়ে এ দেহে
অনন্ত প্রবাহে চলিছে জিবন।

এ জিবন মরুপথে যেদিন তুমি
হাতে রেখে হাত মোর নয়ন চুমি,
কত ছলনায়, কত যে ব্যাথায়
কত যে আশায় তুমি, ত্যাজিয়া আপন –
আসিলে ভালোবেসে, এ বুকে বাহুপাশে
তোমারি জিবনে সেদিন সঁপেছি মরণ।

প্রেমিক ওগো তব প্রেমসুধা পিয়ে
ভালোবাসিনি, শুধু ভালোবাসা নিয়ে
শিখেছি তব তরে লইতে শরণ –
প্রেমনিধি, চরাচরে, এ দেহের প্রাণ।

রচনাকাল – 27/10/2016

আপন খবর