লাবিব মাহফুজ
দয়াল তোর প্রেমের মরা মরছি আমি
বাঁচবো কেমনে,
এই মরা যে ভবের মরা, বুঝাই কেমনে।
দয়াল রে তোর প্রেমের আগুন
এ দেহ ছাই করে দ্বিগুন
জ্বলে পুড়ে তেলে বেগুন
এস্কের দহনে।
সইতে না আর পারি আমি তোর প্রেমের ই জ্বালা
জ্বলতে জ্বলতে সুন্দর অঙ্গ
হইলো আমার কালা, সইরে
হইলে দেহ কালা।
দয়াল ভব মালা লইয়া গলে কেমনে পুড়ি তোর প্রেমে
পুড়তে আরো সাধ হয় আমার, কষ্টেও শান্তি পাই মনে
এই পুড়া যে সুখের পুড়া, পুড়ছে লাবিব সন্তর্পনে।
রচনাকাল – 25/09/2011