লাবিব মাহফুজ
অধরা মুর্শিদ চাঁন ও সে
তারে ধরাতলে কেমনে পাই,
আমার মুর্শিদ বিনে সে ধন পেতে
আর তো কোনো উপায় নাই।
নিরাকার হয়ে দৃশ্যেতে
আবার জ্ঞান নয়নে কিরূপ পাই।
বলে মাশুক আশেক ওরে
আমি তোর নিকট বিচারে
গুরু বিনে ধরতে তারে
কে পেরেছে এ ধরায়,
সে যে অস্তিত্বে মিশে অনুপম
অগোচরে চলেন সাঁই।
লাবিবের ঘর যতন অভাবে
জর্জরিত কু-স্বভাবে
আসেনা সে কু-ভণার্ভবে
বাসনায় সাধনও চাই।
কত রং-বেরংয়ের পাল উড়াইয়া
প্রেম সাগরে ঢেউ উঠাই।
রচনাকাল – 20/02/2014