সংগীত – গুরু গঞ্জের ঘাটে যাইতে

লাবিব মাহফুজ

গুরুগঞ্জের ঘাটে যাইতে
মায়ানদী হবি পার –
সুবাতাসে ভাসাও তরী
বলি পাগল মন আমার।

একটা প্রেমের তরী ভেসে যায়
দেখ সুভাব সুধারায়
রসিক জনা হাল ধরে নাও
উজানে চালায়।
স্বরণের এক বৈঠা আছে
সে বৈঠাতে বাও এবার।

অনুরাগের পাল খাটাইয়া নাও
তাতে লাগবে স্বভাব বাও
শ্রী গুরু গঞ্জের বাজারে
নিরিখ ধরে রও।
আনফাসেতে হুশ রাখিয়া
উজানে হও অগ্রসর।

নদীর ঘাটে আছে বিষম ভয়
সেথা ছয়টি কুমির রয়
আন্দাজী নৌকায় চড়িলে
তারে কাল কুম্ভিরে খায়।
লাবিব কয় যার দয়াল সহায়
তার কি ভয় আর পারাপার।

রচনাকাল – 22/10/2023

আপন খবর