লাবিব মাহফুজ
হে প্রাণনাথ দয়াল আমার
শ্রী চরণের কাঙাল আমি
এ প্রাণ দাসী শুধুই তোমার।
আমার অন্ধকার হৃদয়ে মন্দিরে
প্রদীপ তুমি প্রাণ বন্ধুরে,
জ্বালাও আলো আমার ঘরে
হৃদয় পদ্মে করে বিহার ।
মোর দেবাসনে হও অধিষ্ঠান
ভক্ত প্রাণে হে ভগবান,
পূজাঞ্জলী লাবিবের প্রাণ
করো কবুল দয়ার সাগর।
রচনাকাল – 03/01/2019