অনুকাব্য – আমার মনের বনে শ্রী বৃন্দাবন

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
তোমার চরনে মোর মরণ তৃষা
দাও গো প্রভূ পূর্ণ করে,
ঐ চরণ বিনা চাই না জীবন
না চাই অন্য মরণ, এ সংসারে।

2.
মন সাজিবে গো আজ, এক রঙে প্রভু
তোমারী রূপের এক পসরায়,
সকলের কানে কানে, গেয়ে যাবে গান তুমি
একই সুরে, একই ছন্দে, প্রাণের ভাষায়।

3.
আমার এ দুঃখনিশার অবসানে প্রিয়
তব মোহনও মুরারী শ্রীরূপ সুধা-
সাকী, পানপাত্র উজার করে
মোর তৃষিত চাতক নয়নে ঢালিও।

4.
সে স্বরণে আসে
অনুরাগে ভেসে ভেসে
হৃদয়ের বাসরও সজ্জায়,
নিত্য প্রকাশে মোর
আধারে কুসুম ভোর
এ প্রাণে, ও রাঙা চরণ ছোয়ায়!

5.
অন্তরতম হে অন্তরে বসি
অনন্ত রূপ দাও দরশন,
হেরিবো সে রূপ বলে আকুল তিয়াসা
আকুন্ঠ মগন ও মোর প্রাণ।

6.
আমার মনের বনে শ্রী বৃন্দাবন
রাধার চরন হৃদয় পুরে,
কালের খেয়া প্রাণ যমুনায়
অনুরাগের সপ্তসুরে।

7.
আমি আঁখিদীপ জ্বালিয়াছি নিশার বাসরে
আসো শ্যাম অভিরাম, হৃদয় ও মন্দিরে।
আসো মুরলী হাতে প্রিয়, ত্রিভঙ্গে চকিতে
অলকে জড়ায়ে ময়ূর পালক, নাচিতে নাচিতে!
অলোকনন্দা তীরে, পারিজাত মন্দারে –
বাসর সাজাইয়াছি, হৃদি দেউলে, পরাণও অন্দরে!
আসো শ্যাম, অভিরাম, হৃদয় ও মন্দিরে।

8.
যদি সাজে আমার বৃন্দাবন
আসবে শ্রীনন্দের নন্দন,
মোহনও মুরলী লয়ে হৃদয় যমুনায়-
আপনারে সাজাও আগে, প্রেমের পূর্ণতায়!

9.
দয়াময়
চিরকাল শ্রী চরণ আশে
তোমার পথে পথে রইবো বসে-
কৃপা করে, এ অভাগারে
চরণ তলে দিও স্থান –
পাপী বলে না ফেলিও; কৃপা করো ভগবান।

10.
প্রেম; মুক্ত করো আমায়
আমার হতে –
অতঃপর আনো বন্ধন –
পরমের বৃন্তে!
প্রেম; আমি তব মহিমায়
ত্যাজিয়া আপনারে –
বাধিবো ফের নিজেরে বাঁধনে
তাঁহার শ্রীচরণ ধারে!

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর