সংগীত – আমি তোমায় ছাড়া আর কিছু চাইনা

লাবিব মাহফুজ

আমি তোমায় ছাড়া আর কিছু চাইনা
দয়াল পারঘাটাতে ফেলে যেওনা আমায়
পারঘাটাতে ফেলে যেওনা।

পারঘাটারও ঘাটে দাড়াইয়া
তব নাম জপমালা
তোমার নামের জোড়ে, প্রেমের সুরে গো দয়াল
আমি হই যেন উতলা!
মাতাল আমি প্রেম সুরায়
চাইনা আর কিছুই চাইনা।

পারঘাটার ঘাটে দাড়াইয়া
আমি ডাকব তোমায় দয়াল কইয়া গো
আমার ডাক শুনিয়া ফিরা চাইয়া
যাইও না ভুলিলা দয়াল!
অধম লাবিবের এই অসার প্রেমকে
ফেলে দিওনা।

রচনাকাল – 25/11/2014

আপন খবর