কবিতা – আলোক পিয়াসী তরণী

লাবিব মাহফুজ

এ হেন হৃদয় তান
বাজুক সদা, ভরিয়া হৃদয়মূলে চির বৈভব বিতান।
এ সুরও আশে, সারাটি জনম, গড়েছি কত যতনে
গড়েছি হৃদয় কত সে আশা, কত বাসনা বিহনে।
এ মোর সাধনার ধন, এ হেন চির প্রশান্ত এ গান
এ গান সুরে জ্বলুক হৃদয়, ভরিয়া উঠুক পরাণ।

এ রাঙা পরাণও দুয়ারে
উছলি উঠুক বিভূতি তোমার, তব শত আশ বাসরে।
হে চির উন্নত, লভিয়া তব করুণা কৃপা বারি
অবহেলিত মম চারিপাশ, উঠুক প্রসন্নতা উৎসারী।
উঠুক ঔজ্জ্বলি সে বিভূতি তিলক, ছিল যা অন্ধ গহ্বরে
আসুক বাহিরে, এ নাঙা তরী পরে, আসুন অনন্ত শিয়রে।

আমার এ নাঙা তরী খানি
হেলায় যাহা ঠেকিছে চড়ায়, অগ্নিশিখায়, মর্ত্যে দোযখ আনি।
অনিত্য যে মোহজড়া নিড়ে, বেধেছিল নিজ ঘর
অজ্ঞানতার ভেদ মায়াজালে বন্দী, নিত্যসুখ করি পরিহার!
সে অন্ধকূপ হতে আসিছে ভাসিয়া, বীণা ঝংকার রাগিনী
সে বীণা সুরে হৃদ মঞ্জরে, ভাসিল আলোকে মোর সুপ্ত তরণী।

আলোক পিয়াসী সে তরণী পরে
একাকীনি আমি অনিরুদ্ধ সে জ্যোতি বিস্তৃতে চারধারে –
কত শত রঙে রঞ্জিত করে হৃদয়, সুবাস ভরিয়া প্রাণে
চলেছি নিরবে, অন্তহীন পথে, সে সুধা নিভৃত চয়নে।
ত্যাজিয়ে সব বন্ধন, সমর্পিতে প্রাণ, চির মহান মুরলীধরে
আলোকিত চিত্ত মোর করিবে নৃত্ত, প্রেমময়ী সে বীণা ঝংকারে।

রচনাকাল – 09/08/2014

আপন খবর