ঝর্ণা হক
কত দিন আগে তোমায়, দিয়েছি বিদায়
বিরহ-বিধূর, কেনো বেদনা কাঁদায়।
থেকে থেকে মনে পরে, সেই যে প্রহর
সকলি আপনার তরে, কেউ নয় কারো।
ভরা প্রাণে প্রেম ছিল, আজ সে নাই
বিষাদের বিষে শুধু, করি হায় হায়।
স্মৃতির রেখাগুলো সব, শমসের হায়
বুকে চেপে বসে শুধু,আমারে কাঁদায়।
আজো সবার তরে, ভালোবাসা আছে
অন্তর পুড়ে ছাই, হৃদ রহে পাশে।
আঁখি চায় সুন্দর, প্রাণ বলে আয়
থাকিবেনা সেই সব, গোধূলী বেলায়।