লাবিব মাহফুজ
প্রতীক্ষার এ দীর্ঘ লগন কবে ফুরাবে
টেনে বয়ে চলা এ জীবন কবে মুক্তি দিবে আমায়?
আমিতো বারবার ফিরে পেতে চাই সে দিনগুলোকে
যেদিন মোর অশান্ত উদ্ধত সত্ত্বা জুড়ে
বেধেছিলাম তোমায় –
ভালোবেসেছিলাম তোমায়।
আমিতো বারবার সেদিনগুলোকেই ফিরে পেতে চাই
যেদিন আমার চারপাশে ছিলে শুধুই তুমি, অন্তহীন প্রেমময়
ডানা মেলে পাড়ি দিয়েছিলাম মধূর কল্পলোক
দূরন্ত এ প্রাণ পড়েছিল বাঁধা
পেয়েছিল আশ্রয়!
ভালোবেসেছিলাম তোমায়।
আজকে শুধু মন্থনে স্মৃতি, দিশাহারা এ মন
প্রেমহীন আজি নিঃসঙ্গ ধরায়, একাকী শুধু অসহায়।
জন্মান্তরের বাঁধন ছিড়ে যদিও হলে পর
আজো মোর তৃষিত নয়ন, তব পথে
ফিরে ফিরে চায় –
ভালোবাসেছিলাম তোমায়।
রচনাকাল – 09/04/16