লাবিব মাহফুজ
দেখ মন তৌহিদেরি নূর
নূরসে খোদা নহে জুদা
হইয়াছে জহুর!
আউয়াল নূরে আল্লা গনি
পুশিদাতে মগ্ন তিনি,
এস্কের জোশে নূর নিশানি
আসিলে এই ভবের পর!
শহুদ অজুদ এলেম নূরে
হা হে হু শব্দ করে
নওবতন ঘুরিয়া পরে
বাঁধলে নবুয়তে মক্কায় ঘর!
এবার জাহেরা অজুদে বসে
শোনায় কালাম হেরার পাশে,
অধীন লাবিব না পায় দিশে
খু্ঁজে মরে জিবনভর!
রচনাকাল – 18/02/2023