অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী
1.
ফেরেশতারাও ইশক অনুভব করে
তবে তারা ইশকের যন্ত্রনা অনুভব করে না!
মানুষই এটার একমাত্র যোগ্য !
হযরত খাজা ফরিদুদ্দিন আত্তার (র)
2.
ভালোবাসার তীব্রতায় আমি তাকে ডাকলাম – প্রভু!
তখনি আমার সম্বিৎ ফিরলো যখন সে উত্তর দিলো –
প্রভু কারোর নয়!
মির্জা গালিব
3.
সেসব দস্যুদের থেকে দূরে সরে যাও
যারা তোমার মনেযোগকে লুট করে।
হৃদয় তোমার তকদির সম্পর্কে ওয়াকিবহাল।
তুমি শুধু তোমার হৃদয়কে জানো।
নিজামী গজনভী (র)