প্রবন্ধ – পরমপ্রাপ্তি

লেখক – লাবিব মাহফুজ চিশতী

পরমপ্রাপ্তির বাসনা মানুষের সহজাত বৈশিষ্ট্য। সংবেদনশীল মানুষের হৃদয়ে তাই সর্বদাই অনুরণিত হয় প্রভুসত্ত্বার চিত্তগ্রাহী সুরধ্বনি। সে সুওে আবিষ্ট হয়ে কেউ কেউ শুরু করে সেই পূর্ণতম সত্ত্বাকে জানার, চেনার, লাভ করার দুর্গম পথে অভিযাত্রা।

জ্ঞানীগণ তাকে চিনে থাকেন নিজেকে চেনার মধ্যে দিয়ে। কারণ, মানুষেই প্রভুর সম্যক পরিচয় নিহিত। মানুষ সত্ত্বার জাগরণেই উন্মোচিত হয় প্রভুসত্ত্বার আগমনের দ্বায়। মানুষ মোহনাতেই মূর্ত হয়ে উঠেন পরম প্রেমোময়। তাই নিজেকে চিনলেই হয় প্রভুকে চেনা। নিজের পরিশুদ্ধ আপনত্বকে প্রাপ্ত করলেই হয় পরমপ্রাপ্তি।‘আপন খবর’ লাভ করলেই পাওয়া যায় মহিমাময় প্রভুর খবর।

যুগে যুগে এ প্রাপ্তি সম্ভব হয়েছে প্রভুপ্রাপ্ত তথা পূর্ণতম অস্তিত্বেও অধিকারী অবতার-রাছুল বা মহাপুরুষদেও প্রদর্শিত পথে। যাদেরকে আমরা গুরু বা মুর্শিদ বলে থাকি। তাদের দেখানো পথেই রয়েছে সেই চিরনিত্য পরমসত্ত্বা এবং তাদের মাধ্যমেই মানুষ স্থিত হবে চির শান্তি, চির মুক্তির, নিত্যপ্রেমের অমর লোকে।

নিত্যময়তা প্রাপ্তির পথের দিশারী ‘আপন খবর’ স্ব-মহিমায় চির ভাস্বও থাকুক চিরকাল, প্রতিটি পরম-প্রত্যাশী অনুরাগীর ধ্যানে, চিন্তনে ও মননে।

রচনাকাল – 05/11/2017
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর