কবিতা – তোমাময়

লাবিব মাহফুজ

প্রভু –
তোমাময় হইবো বলে –
আমার এ ক্ষুদ্র অস্তিত্ব আমি
ত্যাজিয়াছি অবহেলে।

আমার এ ক্ষুদ্রতায় মহৎ তুমি
হানিয়াছো মরণ বাণ –
সে মরণে মহান, মরিয়া আমি
তোমাতেই রহিবো লীন।

প্রভু –
নিরবধী তোমাতে মিশে –
তব অনন্ত অসীম মহাকালে নিত্য
রবো’ প্রেমানন্দে ভেসে।

আপনার কারাগার চূর্ণ করে
তোমারে ধরিয়া বুকে –
আমি হইবো এবার ‘আমরা’ ধরায়
চিরকালের প্রেমালোকে!

রচনাকাল – 01/01/2018

আপন খবর