লাবিব মাহফুজ
প্রেম পিয়াসী আকুল হৃদয়
তব নাম গাহে দিবস শর্বরী!
তব নামও সুরে, প্রেমও ডোরে বান্ধিয়া এ প্রাণ
ঢালিব তব পদতলে, হৃদয় অর্ঘ্য উৎসারি।
নিশিথ মাঝ, ত্যাজিয়া সুস্তি
বিছায়ে পদতলে মম নৈবেদ্য ডালাখানি,
বাসরও শয়ানে, প্রতিক্ষায় নির্জনে, রহিলাম চাহিয়া
সূদুর সে অনিশ্চিত মোহধারা হতে, নয়ন ফিরায়ে আনি।
সে পথ মাঝে নেইকো কোনো ডর
প্রেম সকাশে সে পথ পানে প্রাণ,
পেরিয়ে কাল ভূজঙ্গ ফণি,লালসাবৃত্ত মণি, ত্যাজিয়া ধন সব
একাকী হাটিয়া তব প্রেমও পসরায়, লইতে বুকে রাঙা চরণ।
যে চরণ লভিলে বুকে এ ভবে
স্বর্গ নরক সবি যে তার আপন চরণ তলে,
সদা সে আব-হায়াতে বসি, অঞ্জলি ভরে নেয় অমৃত
প্রেম পদ্ম তার ফুটিয়া সদা, সুবায় ছড়ায় হৃদয় মূলে।
রচনাকাল – 08/08/2014