কবিতা – পূর্ণ অস্তিত্বের পানে

লাবিব মাহফুজ

না আমি কখনো জন্মাই
না কখনো মৃত্যুবরণ করি!
বরং আমি তো কেবল স্থিত হই প্রেমে!

জন্ম মৃত্যুর দরজা দিয়ে
একটি মাত্র লক্ষ্যপানেই – ছুটে চলি অবিরাম! প্রেম!

এ মহাজাগতিক অস্তিত্বে কেবলি ছুটে চলা
প্রেমের টানে! দূর্বার আকর্ষণ নিয়ত বাড়িয়ে তোলে গতিবেগ।
কখনো হারানো, কখনো ফিরে পাওয়া।
বরং আমরা স্থিত হই মধ্যপন্থায়! প্রেমে!

জ্ঞান আমায় পূর্ণ করেনি!
শুধু পূর্ণত্বের তৃষ্ণা জাগিয়েছে মাত্র!
আর প্রেম আমায় শিখিয়েছে – কিভাবে
আপন অস্তিত্বকে বিলিয়ে দিয়ে অস্তিত্ববান হতে হয়
পূর্ণতম অস্তিত্বে!

সৃষ্টি প্রলয়ের এ যাত্রা আমার জন্য নয়।
না আমি কখনো সৃষ্টি হই, না ধ্বংস হই।
বরং স্থিত হই! প্রেমে!
আমরা প্রেমকেই উদযাপন করে চলি সারাজীবন!
কখনো মিলনে, কখনো বিরহে!
জগতে অস্তিত্বশীল শুধু প্রেম!

রচনাকাল – 25/02/2020

আপন খবর