লাবিব মাহফুজ
গুরু চরণ সাধো পাগল মন
ঐ চরণ বীণা ত্রিভূবনে
মানব জনম অকারণ।
ছিররে রবুবিয়াত এই মানুষে, আইনিয়াত হয় গুরুর বেশে
ওসে শাফিয়ে মাহশার রূপে, ত্বরাইবে কাল শমন।
ছিল যেজন গঞ্জজাতে, উলুহিয়াত এস্কের স্রোতে
পঞ্চ জাত আর সাত সিফাতে, গুরু রূপে রয় অধিষ্ঠান
মানব রূপে প্রভূ সুরত, গুরুরূপ ধরার আবহায়াত
এস্কে জাত ফানা হয়ে, গুরুতে দাও মন প্রাণ।
গুরুর শ্রী চরণে হও গো ফানা, তবেই বাকা হবে সাই রাব্বানা
গড়বে লাবিবের এই দেহখানা, অটল রূপে নিরঞ্জন।
রচনাকাল – 10/07/2020