সংগীত – দরদীয়া রে, মরমে আসিয়া আমার

লাবিব মাহফুজ

দরদীয়া রে, মরমে আসিয়া আমার বইসো সিংহাসনে
আমি নয়ন জলে পা ধুয়াইবো রে তোমায়, রাখিব যতনে।

সারা জীবন তোমার আশে কাটা ভরা পথে
আমি হাটিয়াছি তোমা পানে, তোমারী আশাতে।
দিওনাগো আর যাতনা, ব্যথিত পরাণে।

তোমার আশায় সারাজিবন রাখলাম দরজাটা খুলে
আমার মত্ত মরম বিছাইলাম, তোমার পদতলে।
আর কত ভাসাবে আমায়, অশ্রুরও কাননে।

তোমার নাম স্বরণে মনে জাগে, ভালোবাসার স্মৃতি
তোমার রাখিয়া দুই নয়ন মাঝে, গাই বিরহের গীতি।
যত খুশি ব্যাথা দিও তবু লাবিবরে রাইখো মনে।

রচনাকাল – 20/10/2015

আপন খবর