লাবিব মাহফুজ
অমৃত হিয়ার নিভৃত অন্তরালে
লুকায়ে হে দয়েশ্বর,
কি লীলা তুমি করিতে চাহো
করিতে চাহো পান, কোন সুরাসুর।
লুকায়ে তুমি কোন পদ্মেতে
স্বরূপও ভুলিলে কোন সে প্রেমেতে
যে প্রেমও আশে, ভুলিলে সুবাসে
বসিলে প্রেমও চাহি, সৃষ্টি বান্দা পর।
অনঙ্গ মঞ্জরে, রাধারও হৃদয়
পথ পানে চাহি, নয়ন ভরা প্রেম আলোয়।
সে রাধা পরাণে, প্রকাশিত হও ধ্যানে
আলোকিত করো দেহ চরাচর।
ভক্তিরাজ তুমি হে চির প্রেমধারী
আছি তোমা তরে চেয়ে, প্রেমেতে হৃদয় ভরি
বসাইব সিংহাসনে, প্রেম বারিধি নয়নে
আস লাবিবের দ্বাদশদল পদ্মে, হে মুরলীধর।
রচনাকাল – 15/12/2012