সংগীত – নাছুত ও সাগরে রে দয়াল

লাবিব মাহফুজ

নাছুত সাগরে রে দয়াল, আছি বিপাকে
ডাকি তোমায় অহর্নিশি আমায়, যেওনা রেখে।

অবলা আমি অক্ষম ভবে, তুমি বিনে কেহ নাই
আমার সকল কিছুর বিনিময়ে ঐ রাঙা চরণ চাই।
এ ভব সাগরে তোর চরণ বিনা
নাই ভরসা এ প্রাণ বাচাঁবে।

অকূল ও সাগরে রে আমি, পড়ে আছি একা
যে অকূলে দয়াল বিনে, নাইরে কোনো সখা।
বড় বড় তরঙ্গ দেখে রে
আমার প্রাণ পাখি যেন উড়ে যাবে।

এই নাছুত দরিয়ায় দয়াল আমি বড় পেরেশান
তুমি হাত বাড়াও গো আমার পানে, ত্বরাও এ নিদান।
তুমি কাঙালের ধন পতিত পাবন
প্রেম নাই লাবিবের বুকে।

রচনাকাল – 11/10/2015

আপন খবর