হান্নান শাহ চিশতি নিজামী
সাজাও নিজেওে কামেল মুর্শিদেও মতে
হইয়া একমত, রুজু হও, মুর্শিদেও সাথে।
গুরুধ্যানে সদা থাকো নিরিখ নিরুপনে
বরযখ ধওে রহো ধ্যানে সদা সর্বক্ষণে।
আধার মাঝে রুপের বাতি জ্বালে দয়াময়
ঐ রুপেতে আঁখি দিয়া, হওগো নিত্যময়।
গুরুধ্যানে থাকে যেজন সফল জনম তার
গুরু অজ্ঞে অজ্ঞ দিয়া, রহে অনিবার।
উানাফিশ শায়েখে ধরো সদা পীরের ধ্যান
রাছুল আল্লায় ফানা হয়ে হওগো সমর্পন।