লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
ইয়া আলী মুশকিল কুশা
আরব ভূমির পূণ্য বর,
তোমার চরণে পেল মরু সাহারা
নিত্য জ্ঞানের জলধর।
2.
হৃদের সকল আর্তি প্রলাপ
প্রণাম রূপে জুলফিকারে,
অসি নহ, আশীষ তুমি
সুধা বিলাও বসুধারে।
3.
ইসলাম ধরায় আজ রিক্ত রবি
শুণ্য তাহার হস্ত প্রায়,
কুচক্রীদের মরণফাঁদে
নিত্যলীলা শুণ্যে ধায়।
4.
চিনে নাও আজ কল্যাণ তোমার
আত্মার হোক উন্নয়ন,
বহ্নিশিখার রুদ্র দাপট
প্রাণের তেজে হোক ম্রিয়মান।
5.
অবনতির অতল ধারায়
আত্মা যখন বিহার করে,
প্রাণ মহিমা রিক্ত হাতে
তোমায় ছেড়ে কেঁদে ফিরে।
6.
লোক সমাজের স্বরণ সায়র
সংসার ফাঁদের বেড়াজাল,
তোমার তরেই অর্চনা তার
করতে বন্দী মহাকাল।
7.
আজ জগৎ জোড়া ভ্রান্তি নাশের
মিথ্যাচারের প্রীতির জাল,
কাটিয়ে সে ভুজঙ্গ ফনি
ধরো আপন মহাকাল।
8.
বিভ্রান্তির অতল গহ্বর
মতবাদের পাহাড় চূড়া,
হে শক্তিধর আসো ত্বরায়
ভেদিয়া ঐ দৈত্য কারা।
9.
যে পথে তোমার শাশ্বত কল্যাণ
হৃদয় গহীনের সুপ্ত সুধা,
ছাড়ায়ে প্রাণ ত্রিজগৎ হতে
অনন্তে যাও পেরিয়ে বাধা।
10.
নূরের স্রোতে ভাসায়ে ধরা
ভাব সাগরে দীপ্তিমান,
আশেক প্রাণের ব্যাকুল টানে
মারো ছুঁড়ে প্রেমের বান।
লেখক – লাবিব মাহফুজ চিশতী